ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে মাঠে গড়াল বিপিএল

১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে আজ, তবে এবারের আসরের সূচনা হলো ভিন্ন এক আবেগঘন পরিবেশে। টুর্নামেন্টের প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে বিশেষভাবে সম্মান জানানো হয়। তার স্মরণে বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানালেও বিপিএল শুরুর দিন তাকে স্মরণ করে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।

আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের সময় রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে হাত তুলে দোয়া করতে দেখা যায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি। আজ বিপিএলের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম ম্যাচ শেষে দর্শকদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন