ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাবা চত্বরে আত্মহত্যার চেষ্টা, নিরাপত্তার তৎপরতায় রক্ষা

মক্কায় পবিত্র মসজিদুল হারাম-এর কাবা চত্বরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেনতিনি কাবার ওপরের তলা থেকে লাফ দিতে গেলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তৎপরভাবে হস্তক্ষেপ করেন এবং তাকে বাঁচান। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হনআহত ব্যক্তি এবং নিরাপত্তা কর্মকর্তাকে পরে হাসপাতালে নেওয়া হয়

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও শেয়ার করে জানায়, নিরাপত্তা সদস্যরা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কার্যকরভাবে হস্তক্ষেপ করেছেন। মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বাহিনী আহতদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

মক্কা কর্তৃপক্ষও ঘটনার পর আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির পরিচয় বা শারীরিক অবস্থা এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, মসজিদুল হারামে এমন ঘটনা নতুন নয়; ২০১৭, ২০১৮ এবং ২০২৪ সালে এখানে আত্মহত্যার চেষ্টা বা ওপরের তলা থেকে লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। মসজিদুল হারাম সর্বদা নজরদারির আওতায় থাকে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত নিরাপত্তা দল দায়িত্ব পালন করে।

সংবাদটি শেয়ার করুন