দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করে। সেখানে কিছুক্ষণের বিরতি নেয়ার পর বিমানটি সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নেমেই তারেক রহমানকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
তারেক রহমানের দেশে ফেরার খবরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি পুরনো ছবি, যেখানে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্না-র সঙ্গে হাত মেলাতে দেখা যায়। ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখ অনুষ্ঠানে তোলা হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে দেশে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই দলবদ্ধভাবে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এবং সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।




