ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটক আর বিতর্কের ছায়ায় আজকের বিপিএল উদ্বোধনী ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারও শুরু হচ্ছে নাটকীয়তা, বিতর্ক আর কিছুটা অপেশাদারিত্বের ছোঁয়ায়। দেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরের বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা এখনও দর্শকদের মনে তাজা। নতুন নির্বাচিত বিসিবি বোর্ডের অধীনে এবারের আসরে নির্বিঘ্ন আয়োজনের প্রত্যাশা থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিনই ঘটল একাধিক বিরল ঘটনা।

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। শুরুর আগের দিনই চট্টগ্রাম রয়্যালসের মালিক পৃষ্ঠপোষক না পাওয়ায় এবং অর্থসংকুলান করতে ব্যর্থ হওয়ায় বিসিবিকে দলটির মালিকানা হস্তান্তরের কথা জানায়। বাধ্য হয়ে চট্টগ্রামের নতুন টিম ম্যানেজমেন্ট নিয়োগ দিয়েছে বিসিবি। ক্রিকেটারদেরও আশ্বস্ত করা হয়েছে যে তারা টুর্নামেন্টজুড়ে খেলতে পারবেন।

একই সঙ্গে দেখা মিলল আরেক বিতর্কের। নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জোবায়ের অনুশীলনের সময় দলের সঙ্গে স্টেডিয়ামে থাকার পর ক্ষুব্ধ হয়ে চলে যান। জানা গেছে, অনুশীলনের মাত্র ৩টি বল দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কোচ খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন, টুর্নামেন্টজুড়ে নোয়াখালীর সঙ্গে থাকবেন তিনি।

উদ্বোধনী ম্যাচের আগে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে আসলেও দেখেন, পেছনে বিজ্ঞাপনের কোনো বোর্ড নেই। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে রাজশাহীর টিম বাসের সামনে কথা বলেন। কারণ, বিসিবি এখনো বিপিএলের টাইটেল স্পন্সর চূড়ান্ত করতে পারেনি। মাঠের চারপাশের ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডও প্রস্তুত হয়নি।

যাই হোক, এসব অনিশ্চয়তা আর বিতর্কের মাঝেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট এগিয়ে নেওয়ার পথে সব ব্যবস্থা করা হবে। আজ বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যে উদ্বোধনী ম্যাচ এবং ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। রাত পৌনে আটটায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

আজকের ম্যাচ হবে বিপিএলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে দর্শকরা দেখতে পাবেন নাটক, উত্তেজনা আর ক্রিকেটের পূর্ণ আনন্দ।

সংবাদটি শেয়ার করুন