আজ ২৬ ডিসেম্বর, বিশ্ব ক্রিকেটে এক ব্যস্ততম দিন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও রয়েছে দুটি ব্লকবাস্টার ম্যাচ। এছাড়া দেশে শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। নিচে বিগ ব্যাশসহ আজকের সব খেলার সঠিক সময় ও তথ্য দেওয়া হলো:
বিপিএল ২০২৫: উদ্বোধনী দিনের সময়সূচি
সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আজকের বিপিএল ম্যাচের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে।
সিলেট বনাম রাজশাহী: বেলা ৩টা (টি স্পোর্টস ও নাগরিক টিভি)
চট্টগ্রাম বনাম নোয়াখালী: সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট (টি স্পোর্টস ও নাগরিক টিভি)
বিগ ব্যাশ লিগ (BBL) –
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ০৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।
১. সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টার্স সময়: বেলা ১টা ০৫ মিনিট সরাসরি: স্টার স্পোর্টস ১
২. পার্থ স্করচার্স বনাম হোবার্ট হারিকেনস সময়: বিকেল ৪টা ১৫ মিনিট সরাসরি: স্টার স্পোর্টস ১
অন্যান্য খেলা
অ্যাশেজ (৪র্থ টেস্ট, ১ম দিন): অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (সকাল ৫:৩০ থেকে চলছে, স্টার স্পোর্টস ১ ও ২)
নারী টি-টোয়েন্টি: ভারত বনাম শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭:৩০ মি., স্টার স্পোর্টস ১)
ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যান ইউনাইটেড বনাম নিউক্যাসল (রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১)




