ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৬ ডিসেম্বরের উল্লেখযোগ্য সব ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের ধারাবাহিকতায় ইতিহাসে জায়গা করে নেয়। ভালো-মন্দ, প্রথম সাফল্য বা মানবসভ্যতার জন্য আশীর্বাদ ও অভিশাপসব মিলিয়ে ইতিহাস আমাদের সামনে তুলে ধরে নতুন দিগন্তের পথনির্দেশনা। আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

এই দিনে ১১৩৫ সালে রাজা স্টিফেন ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৫৩০ সালে দ্বিতীয় মুঘল সম্রাট হিসেবে হুমায়ুনের অভিষেক ঘটে। ১৭৪৮ সালে দক্ষিণ নেদারল্যান্ডস ইস্যুতে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ১৭৮৯ সালে ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহের ঘটনা ঘটে। ১৭৯২ সালে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার কার্যক্রম শুরু হয়, আর ১৭৯৩ সালে গেইসবার্গের যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্সের বিজয় হয়। ১৮০১ সালে বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন করা হয়। ১৮৯৮ সালে পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রদর্শিত হয়। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯১৯ সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সালে চীনের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হন। ১৯৬২ সালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। ১৯৭৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে রেড আর্মির আগ্রাসন শুরু করে। ১৯৯২ সালে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রথম চুক্তি হয়। ২০০১ সালে ডেনিস টিটো বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে স্বীকৃতি পান। ২০০৪ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে ইতিহাসের ভয়াবহ সুনামি আঘাত হানে।

জন্মদিনে উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছেন ১১৯৪ সালে জার্মান সম্রাট ফ্রেডেরিক দ্বিতীয়, ১৭৯১ সালে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, ১৮৬১ সালে ইসলামি চিন্তাবিদ মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ, ১৮৯৩ সালে চীনা কমিউনিস্ট নেতা মাও সে তুং, ১৯৩৮ সালে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির এবং ১৯৯২ সালে জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান

মৃত্যুদিনের মধ্যে রয়েছে ১৫৩০ সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, ১৯৯৯ সালে ভারতের নবম রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মা, ২০২০ সালে বাংলাদেশি অভিনেতা আব্দুল কাদের, ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু এবং ২০২৪ সালে ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী ও প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং।

সংবাদটি শেয়ার করুন