ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বিপিএলে আলো ছড়াতে চান যারা

রাজশাহী ওয়ারিয়র্সের শাকির হোসেন শুভ্র প্রথমবার বিপিএলে খেলার সুযোগ পেয়েছেনঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেললেও তিনি জানিয়েছেন, বিপিএলে খেলা তার জন্য স্বপ্নের মতো।

শুভ্র বলেন, “দলের জয়ই আমার প্রধান লক্ষ্য। নিজে কত রান করছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেটা দলের কাজে লাগছে কি না।”

রংপুর রাইডার্সের ইফতেখার হোসেন ইফতি বলেন, “এটা আমার জন্য আনন্দের, প্রথমবার বিপিএলে খেলা আমার স্বপ্ন। রংপুরের মতো বড় দলের অংশ হতে পারা গর্বের। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” ইফতি আরও জানান, দেশে তার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল, আর বিদেশি ক্রিকেটার হিসেবে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাকে অনুপ্রাণিত করে।

রাজশাহীর মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল প্রথমবার বিপিএলে খেলতে যাচ্ছেন। তিনি বলেন, “একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। প্রিয় ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে খুব ভালোবাসি।”

তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনও প্রথমবার বিপিএলে ডাক পেয়েছেন। তিনি জানান, “টাকার চিন্তা কখনও করিনি। মূল লক্ষ্য ছিল খেলার সুযোগ পাওয়া। সবসময় সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।” সাকলাইন দেশের নানা পর্যায়ে খেলার সক্ষমতাকেই ফোকাসে রাখছেন এবং তার ক্যারিয়ারের শুরু দেরিতে হলেও, তিনি এখন সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত।

চট্টগ্রাম রয়্যালসের তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনও প্রথমবার বিপিএলে খেলবেন। বয়সভিত্তিক দলে নিয়মিত পারফরম্যান্সের পর এবার বিপিএলে ডাক পেয়েছেন। রবিন বলেন, “আমার পরিশ্রমই আমাকে এখানে এনেছে। সুযোগ কাজে লাগানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, বাকিটা আল্লাহর ওপর ভরসা।”

বিপিএলের এই আসরে শুভ্র, ইফতি, রুবেল ও রবিনরা জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের জন্য বড় মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে কাজে লাগাতে চান।

সংবাদটি শেয়ার করুন