ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ার মারধরের খবর ভিত্তিহীন

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর মিথ্যা বলে জানিয়েছে কারা অধিদপ্তরবৃহস্পতিবার কারা অধিদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যাবিভ্রান্তিকর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কনটেন্টে বলা হয়েছিল যে, আতাউর রহমান বিক্রমপুরীকে কারাগারের কয়েদি বা হাজতিদের দিয়ে মারধর করা হয়েছে এবং জঙ্গিবাদের বিষয়ে উদ্ধৃতি দেওয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা ঘটেনি। কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন। এছাড়া, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিছু চক্র এ ধরনের বিভ্রান্তিকর প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পর ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন