দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের সেই চিরাচরিত জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের একদম নিরাশ করছে না বিসিবি। বড় কোনো কনসার্ট না থাকলেও প্রথম ম্যাচের দিন ছোট পরিসরে বিশেষ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
কেন এই পরিবর্তন?
আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কা এবং সরকারের নির্দেশনায় তা স্থগিত করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিদ্যমান চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে বিসিবি বারবার তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনেই ছোট পরিসরে এই আয়োজন সম্পন্ন হবে।
মাঠে যা যা থাকবে
উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া সচিব আসিফ নজরুল উপস্থিত থাকবেন। তাঁরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে এবারের আয়োজনে শোকের আবহও থাকছে; সাম্প্রতিক সময়ে প্রয়াত ওসমান হাদীর স্মরণে পালিত হবে এক মিনিটের নীরবতা।
দর্শকদের বিনোদনের জন্য দুই ম্যাচের মাঝখানের দীর্ঘ বিরতিতে আঞ্চলিক গানের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুম্মার নামাজের পর দুপুর ২টা ১৫ মিনিট থেকে ১৫ মিনিটের একটি আয়োজন থাকবে এবং পরবর্তীতে দুই ম্যাচের মধ্যবর্তী ১ ঘণ্টা ৪৫ মিনিটের বিরতিতে মূল অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
ম্যাচের পরিবর্তিত সময়সূচি
উদ্বোধনী অনুষ্ঠানের এই রদবদলের কারণে ম্যাচের সময়েও আনা হয়েছে পরিবর্তন। ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে দুপুর ৩টায়। এই ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।




