রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গাজীপুরের কালীগঞ্জে তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলো। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় তিনজন পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।




