ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী-১: ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়নের দাবিতে পল্টনে বিক্ষোভ

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একদল নেতাকর্মী। ইঞ্জিনিয়ার তুহিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ডোমার-ডিমলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘দুই-তিন বুঝি না, এক ছাড়া মানি না’, ‘ডোমার-ডিমলার মাটি, তুহিন ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, নীলফামারী-২ নয়, নীলফামারী-১ আসনেই ইঞ্জিনিয়ার তুহিনকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা। ডোমার-ডিমলায় তুহিনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন বক্তারা। তাদের ভাষায়, “ডোমার-ডিমলায় তুহিন ভাইকেই চাই।”

সমাবেশে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী, ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুজ্জামান গাজী, মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপক সেতারা সুলতানা, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল মনোয়ার হোসেন এবং নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন