ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাবির ডি ইউনিটের ফল কখন, জানালেন ডিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার মধ্যে প্রকাশ করা হবে।

‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল প্রস্তুতের সব কার্যক্রম শেষ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আজ রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চলতি বছর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই দিনে মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এই ইউনিটে মোট ৭০ হাজার ২ শত ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন