বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করার পর তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকেই হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকলেও হাসপাতাল এলাকা স্লোগানবাজি থেকে বিরত রাখার নির্দেশ ছিল।
এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে তিনি সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান।




