ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় খ্রিস্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্বের সব মানুষের প্রতি বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করে বড়দিন।

রাষ্ট্রপতি আরও আশা প্রকাশ করেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা ভবিষ্যতেও অটুট থাকবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন