ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতকে দায়ী করে বিশ্বব্যাপী বিক্ষোভে নেমেছে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামের সংগঠনের ডাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ভারতের নীতির বিরোধিতা করায় এই দুই নেতাকে লক্ষ্যবস্তু করা হয়।
বিক্ষোভকারীরা ওয়াশিংটন, লন্ডন, টরেন্টো, ভ্যানকুভার, মিলান ও মেলবোর্নে সমাবেশ করেন। সেখানে প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে শিখ নেতাদের ওপর ভারতের দমন-পীড়নের অভিযোগ তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জার গুলিতে নিহত হন। শিখ কমিউনিটির একাংশ শুরু থেকেই দাবি করে আসছে, এই হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতা রয়েছে যা ভারত অস্বীকার করে।
নিজ্জার হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়। কূটনৈতিক পর্যায়ে বিষয়টি দীর্ঘদিন আলোচনায় ছিল।
শিখ অধ্যুষিত ভারতের পাঞ্জাব রাজ্যে আলাদা রাষ্ট্র গঠনের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। প্রবাসী শিখরা বিভিন্ন দেশে সংগঠিত হয়ে সেই দাবির পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন, যার ধারাবাহিকতায় সর্বশেষ এই বৈশ্বিক বিক্ষোভ অনুষ্ঠিত হলো।




