ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি উন্মাদনায় কাঁপবে দেশ: ৩ ভেন্যুর বিপিএল নিয়ে হাজির বিসিবি

মাঠের লড়াই শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ক্রিকেট ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হয়ে এই টি-টোয়েন্টি মহাযজ্ঞ চলবে ২৩ জানুয়ারি ২০২৬-এর মেগা ফাইনাল পর্যন্ত। দেশের তিনটি ভিন্ন ভেন্যুতে বসবে চার-ছক্কার এই জমজমাট আসর।

সিলেট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা: ৩ ভেন্যুর লড়াই
উদ্বোধনী ম্যাচে সিলেটের মাঠে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। পুরো আসরটি তিনটি ধাপে ভাগ করা হয়েছে:

সিলেট মিশন: ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে উদ্বোধনী পর্বের ম্যাচগুলো।

চট্টগ্রামের দাপট: ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে চলবে দ্বিতীয় পর্ব।

ঢাকার লড়াই: ১৫ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট মিরপুরে।

ম্যাচের সময় ও বিশেষত্ব

দিনের প্রথম ম্যাচগুলো সাধারণত দুপুর ১টা বা ২টায় শুরু হবে। অন্যদিকে, ফ্লাডলাইটের নিচে রাতের ম্যাচগুলো সন্ধ্যা ৬টা বা ৭টা থেকে শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

নক-আউট পর্বের মহাযুদ্ধ

টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর অংশ প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে:

এলিমিনেটর ও ১ম কোয়ালিফায়ার: ১৯ জানুয়ারি (দুপুর ১টা ও সন্ধ্যা ৭টা)।

২য় কোয়ালিফায়ার: ২১ জানুয়ারি (সন্ধ্যা ৬টা)।

মেগা ফাইনাল: ২৩ জানুয়ারি ২০২৬ (সন্ধ্যা ৭টা)।

এক নজরে বিপিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি:

তারিখসময়ম্যাচভেন্যু
২৬ ডিসেম্বর ২০২৫বেলা ২টাসিলেট টাইটানস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৬ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৭টানোয়াখালী এক্সপ্রেস – চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫বেলা ১টাঢাকা ক্যাপিটালস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাসিলেট টাইটানস – নোয়াখালী এক্সপ্রেসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫বেলা ১টারংপুর রাইডার্স – চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স – নোয়াখালী এক্সপ্রেসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫বেলা ১টাসিলেট টাইটানস – চট্টগ্রাম রয়্যালসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস – রংপুর রাইডার্সসিলেট
১ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস – ঢাকা ক্যাপিটালসসিলেট
১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারংপুর রাইডার্স – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২ জানুয়ারি ২০২৬বেলা ২টাঢাকা ক্যাপিটালস – চট্টগ্রাম রয়্যালসসিলেট
২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাসিলেট টাইটানস – রংপুর রাইডার্সসিলেট
৫ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস – রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস – সিলেট টাইটানসচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস – রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস – চট্টগ্রাম রয়্যালসচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬বেলা ২টাচট্টগ্রাম রয়্যালস – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টারাজশাহী ওয়ারিয়র্স – সিলেট টাইটানসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স – রংপুর রাইডার্সচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৬বেলা ১টাঢাকা ক্যাপিটালস – নোয়াখালী এক্সপ্রেসঢাকা
১৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস – সিলেট টাইটানসঢাকা
১৬ জানুয়ারি ২০২৬বেলা ২টানোয়াখালী এক্সপ্রেস – রাজশাহী ওয়ারিয়র্সঢাকা
১৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাঢাকা ক্যাপিটালস – সিলেট টাইটানসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স – চট্টগ্রাম রয়্যালসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস – রংপুর রাইডার্সঢাকা
১৯ জানুয়ারি ২০২৬বেলা ১টাএলিমিনেটরঢাকা
১৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টা১ম কোয়ালিফায়ারঢাকা
২১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা২য় কোয়ালিফায়ারঢাকা
২৩ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাফাইনালঢাকা

 

সংবাদটি শেয়ার করুন