ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন সমঝোতার পথে জামায়াত-এনসিপি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তাদের দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আসন সমঝোতার বিষয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুকে বিষয়টি নিয়ে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে। সারাদেশে মানুষের এবং নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে।”

আব্দুল কাদের আরও জানান, এনসিপি প্রথমে জামাত থেকে ৫০টি আসন চাইলেও দর কষাকষির শেষ পর্যায়ে এটি ৩০ আসনে চূড়ান্ত হয়েছে। শর্ত অনুযায়ী, বাকি ২৭০ আসনে এনসিপি কোনো প্রার্থী দিতে পারবে না এবং এসব এলাকায় জামাতকে সহযোগিতা করবে।

সমঝোতার ৩০ আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে জামাত ও এনসিপির প্রতিনিধি দুইজনের হাতে। এনসিপির পক্ষে দায়িত্বে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারী এবং জামাতের পক্ষ থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলে ৩০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করবেন।

সংবাদটি শেয়ার করুন