সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আগ্রহ দেখা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হলেও নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয় এবং হাসপাতালের সামনের সড়ক ফাঁকা রাখা হয়। এ সময় হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সরে যেতে বলা হয়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এভারকেয়ার থেকে সরাসরি গুলশান-২ এ নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আজ তিনি অন্য কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।




