ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে তারেক রহমান, বক্তব্য দিচ্ছেন লাখো জনতার উদ্দেশ্যে

প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে পৌঁছেছেন তারেক রহমান। গতকাল থেকে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে  অপেক্ষাকৃত লাখো নেতা-কর্মী ও জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন তিনি।

১৭ বছরের দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত নিরলস পরিশ্রম করে শ্রমিকরা মঞ্চটি প্রস্তুত করেন। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিকভাবে এর তদারকি করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক মঞ্চ এলাকায় জড়ো হয়েছেন। পুরো এলাকা যেন মানুষের মহামিলনে পরিণত হয়েছে। সমাবেশ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

সংবাদটি শেয়ার করুন