ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে কৃষকদল নেতার মৃ’ত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের গাড়ি বহর ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হলে সেই বহরের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খাইরুজ্জামান আলম মুন্সি। দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাইরুজ্জামান আলম মুন্সি নড়াইল জেলার লোহাগড়া থানার দীঘলিয়া গ্রামের বাসিন্দা এবং চেরাক আলী মুন্সির পুত্র বলে জানা গেছে।
ভাঙ্গা উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। সেই আনন্দঘন প্রস্তুতির মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে ওঠে।

কৃষকদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। আকস্মিক এই মৃত্যুতে সহকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন