ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজ-সালামখিলের তাণ্ডব: শারজাহকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে দুবাই

বল হাতে মোস্তাফিজ-সালামখিলের তাণ্ডবের পর ব্যাট হাতে জর্ডান কক্সের দায়িত্বশীলতায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টি (IL T20)-র গুরুত্বপূর্ণ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের পথ অনেকটাই পরিষ্কার করে ফেলেছে মোহাম্মদ নবীর দল।

টস জিতে শুরুতে ফিল্ডিং করার কৌশলী সিদ্ধান্তে বাজিমাত করে দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানের কাটার আর ওয়াকার সালামখিলের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৪ রানেই থামে শারজাহ ওয়ারিয়র্সের ইনিংস। আজকের ম্যাচে মোস্তাফিজের সামনে সুযোগ ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। ৪ ওভারের নিয়ন্ত্রিত স্পেলে উইকেট শিকার করে ১৫ উইকেটে পৌঁছে সালামখিলের সাথে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন ‘কাটার মাস্টার’। তবে ইনিংসের শেষ দিকে আফগান স্পিনার সালামখিল আরও ২ উইকেট তুলে নিলে ১৬ উইকেট নিয়ে আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেন তিনি। বর্তমানে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোস্তাফিজ।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাইকে দুর্দান্ত সূচনা এনে দেন শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন কক্স। ৫০ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ইংলিশ ব্যাটার। ৫ বল হাতে থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দুবাই ক্যাপিটালস।

ম্যাচ যখন দুবাইয়ের হাতের মুঠোয়, তখন ১৮তম ওভারে দৃশ্যপটে আসেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও দ্বিতীয় বলেই লিউস ডু প্লয়কে সাজঘরে ফিরিয়ে ম্যাচে নাটকীয়তা ফেরান তিনি। ওই ওভারে মাত্র ৫ রান দিয়ে শারজাহকে স্বপ্ন দেখাচ্ছিলেন তাসকিন। তবে ১৯তম ওভারে টিম সাউদি ১৮ রান বিলিয়ে দিলে শারজাহর জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। শেষ ওভারের প্রথম বলে অধিনায়ক রোভম্যান পাওয়েল তাসকিনকে বিশাল এক ছক্কায় উড়িয়ে দুবাইয়ের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দুবাই। অন্যদিকে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে (ষষ্ঠ স্থানে) আটকে আছে শারজাহ ওয়ারিয়র্স।

সংবাদটি শেয়ার করুন