বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের আগমনকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির সংক্ষিপ্তভাবে লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বাসে করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওয়ানা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। যাত্রাপথে বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে তারেক রহমান বারবার হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।




