ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে ফুলের মালা দিয়ে স্বাগত জানালেন শাশুড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমানের পরিবার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

ফ্লাইটের আগের অবস্থান ছিল সিলেটে। সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটে অবতরণ করে, সেখানে সংক্ষিপ্ত বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে পরিবারও তাকে বিমানবন্দরে বরণ করেন।

এদিনের স্বাগত অনুষ্ঠানে দেশ ও দলের প্রতি সমর্থকদের উচ্ছ্বাস স্পষ্টভাবে চোখে পড়ে। দীর্ঘ দিন পর দেশে ফেরার কারণে বিমানবন্দর এলাকায় উত্তেজনা ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন