ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরায় সারজিসের শুভেচ্ছা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার জন্য স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই স্বাগত জানান এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, রাজনৈতিক পরিবর্তন ও নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, “পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। স্বাগতম।”

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তিনি এয়ার পোর্ট থেকে প্রস্তুকৃত বাসে করে বিমানবন্দর ত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন