বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী পদত্যাগ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়, খোদা বখশ চৌধুরীর এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর ফলে তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বে বহাল থাকছেন না।
পদত্যাগের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কাঠামোয় এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দায়িত্বকালীন সময়ে খোদা বখশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নির্বাহী কার্যক্রমে যুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা ও প্রশাসন-সংক্রান্ত বিষয়ে তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
তার পদত্যাগের পর সংশ্লিষ্ট দায়িত্বে কে নিয়োগ পাবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।




