ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি জামায়াতের, তারিখ চূড়ান্ত

আগামী ৩ জানুয়ারি রাজধানীতে বৃহত্তর সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়েছে জামায়াতে ইসলামী। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক আহবান জানানো হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ‘৩ জানুয়ারি আমরা নির্বাচনি আচরণবিধি মেনে সমাবেশ করতে চাই। প্রধান লক্ষ্য মানিকমিয়া এভিনিউ। সেখানে সমাবেশ সম্ভব না হলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে। ইতিমধ্যেই বিভাগীয় কমিশনার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়েছে।’

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি। সমাবেশ সফল করতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির অধীনে বিভিন্ন সাব-কমিটিও তৈরি করা হয়েছে, যেগুলো ইতিমধ্যেই বৈঠক ও প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন