হঠাৎ করেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢালিউড অভিনেতা রিয়াজের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র না থাকলেও অল্প সময়ের মধ্যেই কয়েকটি পোস্ট ভাইরাল হয়ে পড়ে, যা নেটিজেনদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
অপ্রত্যাশিত এই গুজবে উদ্বিগ্ন হয়ে পড়েন রিয়াজের ভক্ত, শুভানুধ্যায়ী ও চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা। তবে গুজব ছড়ানোর কিছু সময় পরই অভিনেতার ঘনিষ্ঠজন ও সহশিল্পীরা বিষয়টি নাকচ করে দেন। তারা স্পষ্টভাবে জানান, রিয়াজ সম্পূর্ণ সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক জনসম্মুখে নেই। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে—বিশেষ করে ভারতে অবস্থান করছেন—এমন দাবিরও কোনো সত্যতা নিশ্চিত হয়নি। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে ঢালিউডে রাজত্ব করা রিয়াজ দীর্ঘদিন ছিলেন দর্শকপ্রিয় নায়কদের শীর্ষ সারিতে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায় ২০২২ সালে, যার পর থেকে বড় পর্দায় আর দেখা যায়নি তাকে।




