ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের পথে আমরা কখনও পিছপা হবো না: হাসনাত আব্দুল্লাহ

এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বুধবার ফেনীতে অনুষ্ঠিত শোক ও সংহতি সমাবেশে কঠোর বক্তব্য রাখেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল তারা এখনও আমাদের প্রাণহানি করতে চায়। বাংলাদেশের রাজনীতি বদলে দেয়ার জন্য আমরা যে সংস্কারের দাবি তুলেছি জীবন গেলেও আমরা তা থেকে পিছপা হবো না।

গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে আয়োজিত ইনকিলাব মঞ্চের শোক ও সংহতি সমাবেশে হাদী হত্যাকাণ্ডের নৃশংসতা নিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

হাসনাত আরও বলেন, যারা শহিদ ওসমান হাদিকে গিনিপিগ বলে এবং তার নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তাদের এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে। এছাড়া নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্তদের মধ্যে অনেকে একপক্ষীয় দলের দালালি শুরু করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন দলের দালালি করলে বেনজির-হারুনদের মত পালাতে হবে।

হাসনাত আরও উল্লেখ করেন, হাদী হত্যাকাণ্ডের বিচারের কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না, যা তিনি অশনি সংকেত হিসেবে বর্ণনা করেন। প্রশাসন যদি নিরপেক্ষভাবে ব্যবস্থা না নেয়, তাহলে তরুণ প্রজন্মের প্রতিরোধ আরও জোরদার হবে বলেও জানান তিনি।

ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া।

এছাড়া সমাবেশে কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন