ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা বৃদ্ধি পেলে রাজ্যটি একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বর্তমানে আসামের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।’
তিনি আরও উল্লেখ করেন, এই কারণেই তিনি গত পাঁচ বছর ধরে বিষয়টি নিয়ে জোরালোভাবে সতর্কবার্তা দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিমন্তের এই শঙ্কা মূলত চলতি মাসের শুরুতে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর প্রকাশিত হয়েছে। হাসনাত বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা করা।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের জবাবে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।
তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দেন, তাহলে দিল্লি আর চুপ থাকবে না। ভারতের পক্ষ থেকে এমন কোনো হুমকি মেনে নেওয়া হবে না।




