প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, “আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন থেকে বাদ দিয়েছে।”
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব তথ্য জানান।
এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতা চিঠি দিয়েছেন; এ বিষয়ে আপনার মন্তব্য কী? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অন্তত সেই চিঠিটি দেখিনি এবং এ বিষয়ে কোনো তথ্য জানি না।”




