করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরত দুই শিক্ষার্থীকে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঢাকায় এসেছিলেন ২৪ জানুয়ারি। বুধবার রাতে দুই শিক্ষার্থীর লালার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনো চিকিৎসাধীন রাখা হয়েছে তাদের।
জানা গেছে তারা দুজনই সফটওয়্যার ইঞ্জিনয়ার। দেশে ফেরার পর তারা জানান, চীনা কর্তৃপক্ষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, মাথা-ব্যথা সর্দি নিয়ে দুই শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ইতোমধ্যেই তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে উহানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০০০।
আনন্দবাজার/তাঅ