ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল, কাউন্টি তাইতুংয়ে বুধবার সকালে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দ্বীপটির আবহাওয়া প্রশাসনের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে রাজধানী তাইপের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। কম্পনের গভীরতা ছিল ১১.৯ কিলোমিটার।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের ফলে দেশজুড়ে সরাসরি কোনো ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তাইওয়ানের প্রধান চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার পর্যায়ে পৌঁছায়নি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ।

ইতিহাসে, ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০-এর বেশি মানুষ নিহত হয় এবং ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

সংবাদটি শেয়ার করুন