ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দল ব্যবস্থা নিলেও প্রতিদ্বন্দ্বিতা করবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইলআশুগঞ্জ) আসনটি অবশেষে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপিএই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবতবে আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানামনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার পরিকল্পনা জানিয়েছেন।

আজ (বুধবার) দুপুর ১২টায় রুমিন ফারহানার কর্মী ও সমর্থকরা তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করবেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তার মনোনয়ন ব্যাপক আলোচনায় ছিল। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি এই আসনের জন্য কোনো প্রার্থী প্রকাশ করেনি। এরপর স্থানীয় নেতাকর্মীরা আন্দাজ করতে পারেন যে, আসনটি জোটের অংশ হিসেবে জুনায়েদ আল হাবীবের জন্য রাখা হচ্ছে। তবু রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণা বন্ধ করেননি এবং বিভিন্ন সভা-সমাবেশে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “ইনশাল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আমি মনোনয়ন ফরম কিনব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বোঝা প্রয়োজন। যেহেতু তারা জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করেছে, তাই আসন না দিলে জোট কেমন হবে, তা বোঝা যায়। দল বাধ্য হয়ে আসন দিয়েছে।”

স্বতন্ত্রভাবে ভোট লড়াই করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যদি ব্যবস্থা নিতে হয়, ওনারা নিশ্চয়ই নেবেন। আমি তো তাদের বাধা দিতে পারব না।” এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু জানান, “আমরা বিএনপি পরিবার হিসেবে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। দলের বাইরে কেউ যাবো না। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন