নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জুর এলাহীকে রায়পুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




