ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত দিবে ভারত? কেন চুপ মোদি?

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানপোড়ন বেড়েই চলেছে। গত বছরের আগস্টে দেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যান। তারপর থেকেই তিনি  ভারতে অবস্থান করছেন। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে দুরুত্ব তৈরী হয়েছে।

সম্প্রতি হাদিকে গুলির  মামলার আসামী ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে সংবাদ ছড়ানোর পর দুই দেশের সম্পর্ক আরও চাপের মধ্যে পড়েছে। বিশেষ করে দুই দেশের হাইকমিশনগুলোর আশেপাশে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা বেড়েছে।

যদিও ভারতের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য এসেছে, কিন্তু এখন আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, যুক্তরাষ্ট্র  ভারতের কূটনৈতিক আচরণের ওপর এই প্রভাব ফেলছে।

সেলিম বলেছেন, “শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটা মূলত মোদি সরকার নির্ধারণ করবে। কিন্তু কেন তারা এখনো কোনো মন্তব্য করছে না? আগে তারা বাংলাদেশের বিষয় নিয়ে সরাসরি কথা বলত, এখন বলছে না। কারণ যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া দিতে নিষেধ করেছে।”

তিনি আরও জানিয়েছেন, ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য মোদি সরকার যুক্তরাষ্ট্রের ইশারার অপেক্ষায় রয়েছে। এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে, যদিও ভারতের সরকার এ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদটি শেয়ার করুন