ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী থেকে আটক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী

সাম্প্রতিক সময়ে একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ডিএমপির পাঠানো এক বার্তায় জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর অনুসারী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে নানা মন্তব্য ও পোস্ট দিতে থাকেন।

তার অনুসারীদের দাবি, ভৈরব থেকে বাসে ঢাকায় আসার পথে একটি স্থানে বাস থামিয়ে তাকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন