ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেই যেসব কর্মসূচি তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার আগমন ও পরবর্তী কয়েক দিনের কর্মসূচি নিয়ে দলটির পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি তিন শ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান, যেখানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মাকে দেখতে যাবেন। পরে তিনি নিজ বাসভবনে ফিরে যাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন।

পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করবেন। একই দিনে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন