ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা) এবং জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতারা ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা, যার মধ্যে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, কাজী ফিরোজ রশিদ ও গোলাম সারোয়ার মিলন।
ঢাকা বিভাগের নির্বাচনী আসনে এনডিএফ-এর প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ আসনে জাহাঙ্গীর আলম পাঠান এবং ঢাকা-১৬ আসনে আমানত হোসেন আমানতকে ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা এবং শরীয়তপুর-১ আসনে অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল-৫ আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদারকে প্রার্থী করা হয়েছে।
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নির্বাচনী আসনে চট্টগ্রাম-১২ এ সিরাজুল ইসলাম চৌধরী, চট্টগ্রাম-৭ এ মো. নজরুল ইসলাম, ফেনী-১ এ নাজমা আক্তার এবং বরিশাল-৬ এ নাসরিন জাহান রতনাকে প্রার্থী করা হয়েছে। এছাড়া কক্সবাজার-১ এ মো. শামসুল আলম এবং লক্ষ্মীপুর-১ এ মো. বেলাল হোসেন প্রার্থী হয়েছেন।
রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী আসনে বগুড়া-৬ এ নুরুল ইসলাম ওমর, নীলফামারী-৩ এ মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল, কুড়িগ্রাম-২ এ পনির উদ্দিন আহম্মেদ, ঠাকুরগাঁও-১ এ মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী এবং রাজশাহী-১ এ বরুন সরকারকে প্রার্থী করা হয়েছে।
অন্যান্য অঞ্চলের নির্বাচনে সিলেট-২ এ ইয়াহ ইয়া চৌধুরী, ফরিদপুর-২ এ শাহ মোহাম্মদ আবু জাফর, কুমিল্লা-৮ এ নুরুল ইসলাম মিলন এবং জামালপুর-৪ এ ইঞ্জিনিয়ার মামুন অর রশীদকে প্রার্থী করা হয়েছে। জোট কৌশলী কারণে ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, চট্টগ্রাম-৯, বরিশাল-৪, বরিশাল-৬, ঝালকাঠি-২, শেরপুর-১, শরীয়তপুর-১, বরগুনা-১ ও টাঙ্গাইল-৮ অন্তর্ভুক্ত।
এর পাশাপাশি জেপি ও শরিক দলের উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে কুমিল্লা-৫ এ শওকত মাহমুদ, নারায়ণগঞ্জ-৪ এ গোলাম মোর্শেদ রনি, খুলনা-১ এ মির্জা আজম এবং কুড়িগ্রাম-৪ এ মো. রুহুল আমিনকে ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকার মাধ্যমে এনডিএফ জোট নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের কাছে নিজেদের শক্তি ও কৌশল প্রদর্শন করেছে।




