ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ আজ বুধবার (২৪ ডিসেম্বর) তার দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করছেন।
রাজধানীর ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর কাঁটাবন মসজিদে আজ তার আকদ সম্পন্ন হবে। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার জাীবন সাথী হচ্ছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর প্রভাবশালী ও সক্রিয় নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কনের বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি তুলনামূলকভাবে সাদাসিধে ও প্রচারবিমুখ, তবে ছাত্ররাজনীতিতে তার নিষ্ঠা, নেতৃত্বগুণ ও সক্রিয় ভূমিকা সুপরিচিত। দুইজনের এই মিলনকে কেবল ব্যক্তিগত আনন্দের ঘটনা হিসেবে নয়, বরং ছাত্ররাজনীতি ও সামাজিক মহলে নেতৃত্ব ও দায়িত্ববোধের এক প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ডাকসুর জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ।
তিনি তাদের জন্য হৃদয়গ্রাহী দোয়া ও শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, তাদের দাম্পত্য জীবন সুখী, সমৃদ্ধ ও পরিপূর্ণ হোক।
এস এম ফরহাদ ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দক্ষ ও দায়িত্বশীল সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে, তাদের বিবাহকে রাজনৈতিক ও সামাজিক মহলে উৎসবমুখর ও আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
আজকের এই দিন নেতৃত্ব, দায়িত্ববোধ ও সততার এক প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। দাম্পত্য জীবনের এই সূচনা যেন তাদের ব্যক্তিগত সুখের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন উদ্দীপনা যোগ করে, এই প্রত্যাশা রাখছেন শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহল।




