রাষ্ট্রের বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসছে নতুন নেতৃত্ব। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে । আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার নিয়োগের অনুমোদন দেওয়া হয়। সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন।
ড. সৈয়দ রেফাত আহমেদের অবসরের পরদিনই নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ১৮ মে। তিনি বিচারাঙ্গনের এক প্রভাবশালী পারিবারিক ঐতিহ্যের ধারক। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক আইনে বিশেষায়িত ডিগ্রি সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত হন। দীর্ঘ আইন পেশায় সাফল্যের পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার বিচারক পদ স্থায়ী করা হয়।
সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি ওই পদে শপথ নেন।
দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, আইনি দক্ষতা ও পারিবারিক উত্তরাধিকারের সমন্বয়ে এবার দেশের সর্বোচ্চ বিচারিক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, যা বিচার বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।




