ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম সামনে এসেছে। দলীয় ও জোটগত সমঝোতার অংশ হিসেবেই তাকে এই আসনে প্রার্থী করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে মুঠোফোনে রাশেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনার পর তাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয় বলে দাবি করেন রাশেদ খান। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মত হয়েছেন। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে থাকবেন। সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে এবং বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এদিকে সম্ভাব্য এ প্রার্থীতার খবরে ঝিনাইদহে বিএনপির একটি অংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা এই আসনে বিএনপির নিজস্ব নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলছেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ করেছে; বাকি তিনটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন