বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক থাকবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য স্বল্পমেয়াদি ভিসার সব আবেদনকারীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের শর্ত স্থগিত করা হলো।
তবে কিছু বিশেষ ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট প্রয়োজনীয় থাকবে। এই ক্যাটাগরিগুলো হলো ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড। এসব ভিসাধারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হলে ফিঙ্গার প্রিন্ট জমা দিতে হবে।




