দেশের স্বর্ণবাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে আবারও লাফ দিয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা, ফলে বাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন উচ্চতায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে স্বর্ণ ও রুপার নতুন দাম কার্যকর হবে।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে করে সব ক্যারেটের স্বর্ণের দামই বেড়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৯২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৫৯৮ টাকা।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি কমবেশি হতে পারে।
শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এর আগে ভরিপ্রতি রুপার দাম ছিল ৪ হাজার ৯৫৭ টাকা, যা ছিল তুলনামূলকভাবে কম।
সব মিলিয়ে স্বর্ণ ও রুপার এই মূল্যবৃদ্ধি দেশের গহনা বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে, যা ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।




