ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলি’বিদ্ধ

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা ঘটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫) এবং তিনি বিএসএফের ৯৭নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর সহকর্মীরা তাকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করেন। প্রথমে তিনি ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানান, বিপিন কুমারের শরীরে দুইটি আগ্নেয়াস্ত্রের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল, তবে বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিএসএফের স্থানীয় বা দিল্লির সদর দপ্তর থেকে এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন