বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা জারনাজ রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে পরিবারের সাথে বাংলাদেশে ফেরার প্রাক্কালে জাইমার এই পোস্টটিকে অনেকেই তার রাজনীতিতে অভিষেক হওয়ার প্রকাশ্য সংকেত হিসেবে দেখছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে জাইমা পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত দায়িত্ব এবং দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন। তিনি তার দাদি খালেদা জিয়ার শৈশবস্মৃতিচারণ করে তাকে একজন জাতীয় নেতার পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন।
জাইমা লিখেছেন, “লাখ লাখ মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আমার এবং আমার কাজিনদের কাছে তিনি সবার আগে আমাদের ‘দাদু’।” তিনি উল্লেখ করেন, দাদির কাছ থেকেই তিনি “নম্রতা, আন্তরিকতা এবং অন্যের কথা শোনার ধৈর্য” শিখেছেন।
দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটানো প্রসঙ্গে জাইমা বলেন, এই সময়টি তার জীবনে অনেক পরিবর্তন আনলেও তিনি কখনোই তার শিকড়কে ভুলে যাননি। লন্ডন তাকে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি দিলেও বাংলাদেশ সবসময়ই তার আবেগ ও নৈতিকতার কেন্দ্রবিন্দু ছিল।
রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক অনুচ্ছেদে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে তিনি আড়ালে থেকে সাধ্যমতো সাহায্য করার ও পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমি আমার দেশকে যতটা সম্ভব ফিরিয়ে দিতে চাই। আমি দেখতে চাই বাংলাদেশ পুনর্গঠিত হচ্ছে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।”
পোস্টের শেষে তিনি একে তার “নিজের ভাষায় বলা নিজের পথ চলা” হিসেবে অভিহিত করে লিখছেন, “যদি এটি আপনার মনে সাড়া দেয়, তবে হয়তো আমরা একসাথে এই পথে হাঁটতে পারি।”
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন।
বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যাবেন বলে জানা গেছে। এর আগে গত ৫ ডিসেম্বর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে শাশুড়ির পাশে রয়েছেন।
জাইমা রহমান সম্প্রতি বিএনপির একটি ভার্চুয়াল সভাতেও অংশ নিয়েছেন, যা ছিল কোনো রাজনৈতিক ফোরামে তার প্রথম অংশগ্রহণ। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। নির্বাচনের আগে রহমান পরিবারের সদস্যদের এই দেশে ফেরা এবং জাইমার নতুন এই তৎপরতা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




