সুইডেনের খ্যাতনামা জলবায়ু ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে গ্রেফতার করা হয়েছে। তিনি ফিলিস্তিনিদের সমর্থনে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় পুলিশ তাকে আটক করে।
মঙ্গলবার গ্রেটা থুনবার্গ এক প্ল্যাকার্ড হাতে ছিলেন, যাতে লেখা ছিল, “আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।” বিক্ষোভের আয়োজনকারীরা জানিয়েছেন, শুধুমাত্র এই স্লোগানের কারণে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয়েছে।
গ্রেটা থুনবার্গ ওই বিক্ষোভে অ্যাসপেন ইনসিওরেন্স-এর অফিসের বাইরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত।
যুক্তরাজ্য সরকার গত জুলাই মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের ভাষ্য অনুযায়ী, সংগঠনটি আইনভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। নিষেধাজ্ঞার পর থেকে এই সংগঠনের প্রতি সমর্থন দেখানো বা সংশ্লিষ্ট স্লোগান ব্যবহার করায় বহু মানুষ গ্রেফতার হয়েছেন।
গ্রেটা থুনবার্গের গ্রেফতারের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের মতে, রাজনৈতিক মত প্রকাশকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।




