ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বড় সুখবর দিলো মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২৫০০-৩০২৩০) থেকে ১০ম গ্রেড (স্কেল: ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হয়েছে। প্রজ্ঞাপনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি লাভ করে। এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও অনুমোদন দেয়। সব ধাপ সম্পন্ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। ১৫ ডিসেম্বর তারিখে সই করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।

সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা প্রদানের কথা বলা হয়েছিল, কিন্তু বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। ২৮ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর সব প্রধান শিক্ষক অর্থাৎ ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়, যা চূড়ান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন