ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না

ঢাকার বিভিন্ন এলাকায় বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল, ১নং মিন্টো রোডের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের অস্থায়ী এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন