ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসির পরিবারে নেমে এসেছে দুঃসংবাদ। তার ছোট বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়লে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। পাশাপাশি মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় এবং গোড়ালি ভেঙে যাওয়ার মতো গুরুতর আঘাত পান তিনি। এই পরিস্থিতিতে অনিবার্যভাবে নিজের বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া।
আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্লারিন (Clarín) দুর্ঘটনার খবরটি প্রথম নিশ্চিত করে। পরে এলএএম-এর সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো (Ángel de Brito) এবং মারিয়ার মা সেলিয়া কুচিত্তিনি (Celia Cuccittini)-ও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিয়া বর্তমানে বিপদমুক্ত থাকলেও পুরোপুরি সুস্থ হতে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওর সান্তা ফের শহরে মারিয়ার বিয়ের আয়োজন নির্ধারিত ছিল। ওই সময় লিওনেল মেসিও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে নিজের জন্মভূমি রোজারিওতে ছুটি কাটাচ্ছিলেন। তবে দুর্ঘটনার পর আপাতত বিয়ের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
মারিয়ার মা সেলিয়া কুচিত্তিনি জানান, একটি এসইউভি গাড়ি চালানোর সময় মারিয়া নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খান। এতে তার কব্জির একটি অংশ দগ্ধ হয়, মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরে এবং গোড়ালি ভেঙে যায়।
মারিয়ার হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক তাদের। কৈশোর থেকেই রোজারিওর লা বাজাদা এলাকায় তাদের পরিচয় ও প্রেমের শুরু। দুই পরিবারের মধ্যেও সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে হুলিয়ান ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রোজারিওতে কোচিং ক্যারিয়ার শুরু করে পরে মায়ামির কোচিং স্টাফে যুক্ত হন। ২০১৭ সালে মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়েতেও তাকে দেখা গিয়েছিল।
গণমাধ্যমের আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করা মারিয়া সোল মেসি পেশায় একজন ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। তিনি মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড “বিকিনিস রিও (Bikinis Río)”-এর স্বত্বাধিকারী। রোজারিওতেই তার স্থায়ী বসবাস।




