ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোদিকে যুক্তরাষ্ট্র-চীন ভয় পায়

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি হিন্দু সংগঠনের ডাকে আয়োজিত ওই কর্মসূচিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন বিজেপির এক শীর্ষ নেতা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মির বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থাকবেন না। তার দাবি, যুক্তরাষ্ট্র ও চীন পর্যন্ত মোদিকে ভয় পায়।

সুনীল শর্মা অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলি কয়েকটি দেশের উসকানিতে ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের জন্য, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের কাছে আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে সুপারপাওয়ারে পরিণত হবে। এই অগ্রযাত্রা থামাতে কিছু দেশ একজোট হয়ে ষড়যন্ত্র করছে।”

কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য। কর্মসূচির অংশ হিসেবে সেখানে ‘বন্ধ’ ঘোষণা করা হয়। এতে সাড়া দিয়ে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ রাখা হয়।

এ সময় হিন্দুত্ববাদী নেতা সুনীল শর্মা দাবি করেন, বাংলাদেশের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই সেখানে বিভিন্ন বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ হোক বা পাকিস্তান—এই দুই দেশকে ঘিরে প্রধানমন্ত্রী মোদি চুপ থাকবেন না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সংবাদটি শেয়ার করুন